রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীর ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এক মাদক কারবারি। অভিযানে মোট ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম দ্রুত অভিযান পরিচালনা করে এই মাদকদ্রব্য উদ্ধার করে। মাদক কারবারি পালিয়ে গেলেও তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, সীমান্তঘেঁষা কুড়িগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলে মাদক চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। জনগণকে মাদকবিরোধী সচেতনতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।