আজকের পাঠচক্রের মূল বিষয় ছিল “জুলাই গণঅভ্যুত্থান”। আলোচনা পর্বে আইরিন আক্তার এবং বন্যা আক্তার জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তারা জানান,জুলাই এ গণহত্যা ও নির্মম হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার। আন্দোলনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন আজকের আলোচনায়।
পাঠচক্র শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
পাঠচক্রের এই আয়োজনে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি তহ্নি বণিক,সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন সহ টিমের অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ। তাদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে আজকের অনুষ্ঠান।
আয়োজন শেষে উপস্থিত সদস্যদের মধ্যে গ্রীন ভয়েসের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সবার অংশগ্রহণ এবং আন্তরিকতা আজকের আয়োজনকে সফল ও অর্থবহ করে তোলে।