
দীর্ঘ ২৬ বছর পর পুনরায় সক্রিয় হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাব। রোববার (১৮ জানুয়ারি) কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর ২০০০ সালেই কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাব দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পর নতুন করে যাত্রা শুরু করলো।
রোববার (১৮ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোঃ ইউনুছ আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হাসান পলাশ।
ঘোষিত আহ্বায়ক কমিটিতে দ্য ডেইলি ক্যাম্পাসের শফি আলমকে আহ্বায়ক, সকালের শিরোনামের মোঃ নুর আলম নাহিদকে যুগ্ম আহ্বায়ক এবং তালাশ বিডির জাকারিয়া হোসেনকে সদস্য সচিব করা হয়।
এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে—
চ্যানেল এ ওয়ান টিভির মোঃ আব্দুর রহমান,
আজকের খবরের নাজিমুল ইসলাম,
আজকের প্রতিদিনের আরমান হোসাইন,
সকালের কাগজের আব্দুল্লাহ আল আমিন,
সকালের প্রতিদিনের নুর আলম মিয়া,
বাংলাদেশ খবরের আতিকুর রহমান,
কুড়িগ্রাম প্রতিদিনের সুমাইয়া আক্তার,
রাকিব সরকার ও জান্নাতুল ফেরদৌসকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা চর্চার মানসিকতা গড়ে তুলতে কলেজভিত্তিক সাংবাদিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কলেজ জীবন থেকেই অনুসন্ধানী চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করা জরুরি।
কলেজ অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রিপোর্টার্স ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, দায়িত্ববোধ এবং গণমাধ্যম বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।