কুড়িগ্রাম সীমান্তে জালনোট ও পাচার রোধে বিজিবির বিশেষ অভিযান, ১১ লাখ টাকার মালামাল জব্দ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা

কুড়িগ্রাম সীমান্তে জালনোট ও পাচার রোধে বিজিবির বিশেষ অভিযান, ১১ লাখ টাকার মালামাল জব্দ

এম এন জাকারিয়া খাঁন মুরাদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম সীমান্তে নাশকতা, চোরাচালান ও জালনোট অনুপ্রবেশ রোধে বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে। গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৩২ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম সীমান্তে নাশকতা, পাচার ও জালনোট অনুপ্রবেশ রোধে বিজিবি তাদের টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে। গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, বিভিন্ন প্রকার কসমেটিকস, মোবাইল ফোন ও গবাদিপশুসহ সর্বমোট ১১ লাখ ৩২ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক নিশ্চিত করেন।

বিজিবি জানায়, অবৈধ পণ্য অনুপ্রবেশ রোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন তাদের সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম চালাচ্ছে। সম্প্রতি সীমান্ত সংলগ্ন এলাকায় জালনোট পাচারের সম্ভাবনার তথ্য পাওয়ার পর বিজিবি অতিরিক্ত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

প্রতিটি বিওপি’র টহল দল নিয়মিত সীমান্তে অভিযান পরিচালনা করছে যাতে কোনো অপরাধচক্র অবৈধভাবে জালনোট বা অন্যান্য পণ্য বাংলাদেশে প্রবেশ করাতে না পারে। একই সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য সংগ্রহ কার্যক্রমও চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, “দেশের সীমান্ত রক্ষায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। জালনোটসহ যে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT