কুড়িগ্রাম সীমান্তে জালনোট ও পাচার রোধে বিজিবির বিশেষ অভিযান, ১১ লাখ টাকার মালামাল জব্দ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব

কুড়িগ্রাম সীমান্তে জালনোট ও পাচার রোধে বিজিবির বিশেষ অভিযান, ১১ লাখ টাকার মালামাল জব্দ

এম এন জাকারিয়া খাঁন মুরাদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম সীমান্তে নাশকতা, চোরাচালান ও জালনোট অনুপ্রবেশ রোধে বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে। গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৩২ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম সীমান্তে নাশকতা, পাচার ও জালনোট অনুপ্রবেশ রোধে বিজিবি তাদের টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে। গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, বিভিন্ন প্রকার কসমেটিকস, মোবাইল ফোন ও গবাদিপশুসহ সর্বমোট ১১ লাখ ৩২ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক নিশ্চিত করেন।

বিজিবি জানায়, অবৈধ পণ্য অনুপ্রবেশ রোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন তাদের সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম চালাচ্ছে। সম্প্রতি সীমান্ত সংলগ্ন এলাকায় জালনোট পাচারের সম্ভাবনার তথ্য পাওয়ার পর বিজিবি অতিরিক্ত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

প্রতিটি বিওপি’র টহল দল নিয়মিত সীমান্তে অভিযান পরিচালনা করছে যাতে কোনো অপরাধচক্র অবৈধভাবে জালনোট বা অন্যান্য পণ্য বাংলাদেশে প্রবেশ করাতে না পারে। একই সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য সংগ্রহ কার্যক্রমও চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, “দেশের সীমান্ত রক্ষায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। জালনোটসহ যে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT