বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ও বিএনপির কুলাউড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শনিবার সকালে কুলাউড়া রেলস্টেশন এলাকায় বিপুল জনসমাগম ঘটে।
ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা রেলস্টেশনে জড়ো হতে থাকেন। অনেকে ফুল ও ব্যানার নিয়ে নেতাকে স্বাগত জানাতে আসেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ ও প্রবীণদের উপস্থিতিতে স্টেশন চত্বর এলাকায় ছিলো ভিড় ও স্লোগানে মুখর পরিবেশ।
স্থানীয় একাধিক নেতাকর্মী জানান, অনেক দিন পর এভাবে নেতা কর্মীরা মাঠে একত্র হয়েছেন। ছাত্রদলের এক নেতা বলেন, “নেতা দেশে ফিরেছেন, এটা আমাদের জন্য অনুপ্রেরণার। আমরা দলগতভাবে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় নিচ্ছি।”
সমাবেশে বক্তারা বলেন, অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী দীর্ঘদিন প্রবাসে থেকেও দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাঁরা বলেন, তাঁর প্রত্যাবর্তন স্থানীয় রাজনীতিতে একটি ইতিবাচক গতিবিধি আনবে।
বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী বলেন, “দল, গণতন্ত্র ও জনগণের পক্ষে আমি কাজ করে যেতে চাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কুলাউড়ার মানুষের ভালোবাসা আমার প্রেরণা।”
অনুষ্ঠানস্থলে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করতে দেখা গেছে অনেককে। স্টেশন চত্বর ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সাজানো হয়।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।