সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সহযোগী সংগঠন ‘ল ক্লিনিকের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী ‘ল ফেস্ট-২০২৫’ এর অংশ বিশেষ এই আয়োজনটি হওয়ার কথা ছিল।
এর আগে আজ সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রশাসনিক ভবনে সামনে থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ঘুরে আইন বিভাগে গিয়ে কেক কেটে এই উৎসব উদ্যাপন করা হয়।
এ বিষয়ে আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম বলেন, ‘ এটা আমাদের বিভাগের প্রথম বড় পরিসরের উৎসব ছিল। আমাদের শিক্ষক-শিক্ষার্থী সকলেই অনুষ্ঠান নিয়ে বেশ আগ্রহী ছিলাম। কিন্তু হুট করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে আমরা বেশ শোকাবহ হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে তার মা-সহ হত্যা করা হয়েছে। আমরা নিহত সুমাইয়া আফরিনের প্রতি শোক প্রকাশ করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করেছি।’