শেকৃবি কৃষিবিদদের ৩ দফা দাবি নিয়ে আগারগাঁও ব্লকেড - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

শেকৃবি কৃষিবিদদের ৩ দফা দাবি নিয়ে আগারগাঁও ব্লকেড

মোহাম্মদ ফাহিম, শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার দেখা হয়েছে

প্রকৌশলী আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে কৃষিবিদরা দাবি করেছেন ১০ম গ্রেড উন্মুক্তকরণ, পদোন্নতি ন্যায্যতা ও ‘কৃষিবিদ’ পদবী সংরক্ষণ

কৃষিবিদ ঐক্য পরিষদ তাদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।

সংগঠনের নেতারা জানান, প্রকৌশলীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা নিজেদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি উপস্থাপন করতে আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন।

কৃষিবিদদের তিন দফা দাবি

  1. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE), বিএডিসি (BADC)সহ সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

  2. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত ৯ম গ্রেডে (BADC-এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।

  3. কৃষি/কৃষি সম্পর্কিত বিষয়ে স্নাতক ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ “কৃষিবিদ” পদবি ব্যবহার করতে পারবে না; এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রকৌশলী ও কৃষিবিদ উভয়ের দাবিই পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকারের প্রশ্নে। তারা বলেন, এই যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।

শিক্ষার্থী ফাতেমা তুজ্জুহুরা বর্ষা বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল তিন দফা দাবি উপস্থাপন করা। গবেষণা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ডিপ্লোমাধারীদের জন্য আলাদা পদ নির্ধারিত আছে, যা বৈষম্যমূলক। আমরা চাই ১০ম গ্রেড সবার জন্য উন্মুক্ত হোক। এছাড়া শুধু কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট স্নাতকরাই ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে পারবে।”

অন্য একজন শিক্ষার্থী মো: তৌহিদ আহমেদ আশিক বলেন, “আজকের ব্লকেড কর্মসূচি কৃষিবিদ ঐক্য পরিষদের পক্ষ থেকে ছিল। আমরা প্রকৌশলীদের অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছি এবং আমাদের কৃষি সেক্টরের সমস্যাগুলো সমাধানের জন্য এই তিন দফা দাবি উপস্থাপন করেছি। যদি আমাদের দাবি মানা না হয়, আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব। প্রকৌশলী ও ডাক্তার সহ আমাদের সহকর্মীদের সঙ্গে একযোগে আন্দোলন চালিয়ে যাব।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT