মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় রাফি (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাফি ছিলেন মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা, মরহুম আব্দুস সাত্তারের ছেলে এবং ১ নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা রাফির ঘরে প্রবেশ করে। তখন তিনি গভীর ঘুমে ছিলেন। এ সুযোগে তার গলা কেটে পালিয়ে যায় তারা। সকালে পরিবারের সদস্যরা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে গ্রামবাসী ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হত্যার পর এলাকায় শোক ও আতঙ্ক নেমে আসে। স্থানীয়রা জানান, শান্ত-ভদ্র স্বভাবের রাফির সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ ছিল না। এমন নৃশংস হত্যায় সবাই হতবাক হয়ে পড়েছেন।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাহিদ আহমেদ তরফদার বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি—খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
কমলগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু হয়েছে।
রাফির মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে পরিবার। শোকাহত এলাকাবাসী দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।