স্বৈরাচারী হাসিনার আমলে রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি এক ভয়াবহ মাত্রায় পৌঁছেছিল। গত বছরের আগস্টে হাসিনার পতনের পর একে একে বেরিয়ে আসতে শুরু করেন বছরের পর বছর গুম থাকা অনেকে। এ ধরনের গুমের ক্ষেত্রে একটি সাধারণ প্যাটার্ন দেখা যেত— হঠাৎ করেই জিজ্ঞাসাবাদের কথা বলে সাদা পোশাকে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হতো। এরপরে বছরের পর বছর গুম থেকেছেন অনেকে, কাউকে দেওয়া হয়েছে ক্রসফায়ার।
সম্প্রতি আবার সেই একই প্যাটার্নে মাইক্রোবাসে তুলে নেয়ার ঘটনা শোনা যাচ্ছে।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত জোট Private University Students Alliance of Bangladesh (PUSAB) সূত্রে জানা যায়, চলতি আগস্ট মাসেই এ ধরনের দুটি ঘটনার তথ্য তারা পেয়েছেন। তবে দুইজনকেই গাড়িতে তুলে কয়েক ঘণ্টা জেরা করার পর আবার নামিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ ঘটনায়, গতকাল United People’s of Bangladesh (আপ বাংলাদেশ)-এর এক নেতাকে তুলে নেওয়ার তথ্য জানায় PUSAB।
এ ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। অনেকে আবার রাষ্ট্রীয় বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার নিয়েও প্রশ্ন তুলেছেন।