খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, নিরাপত্তায় এসএসএফ নিয়োগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জুলাই আন্দোলনে বাধাপ্রদানের দায়ে শাস্তির আওতায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৬ অভিযুক্ত কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা সাইবার বুলিং ও স্লাটশেমিংয়ের শিকার জাকসুর নারী এজিএস মেঘলা খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, নিরাপত্তায় এসএসএফ নিয়োগ চান্দিনায় মাকসুদা বেগমকে অমানবিক নির্যাতন, ভাশুরের পরিবারকে অভিযুক্ত করে থানায় অভিযোগ কুবিতে গবেষণার মৌলিক ধারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ – ভারতে ডুবে যাওয়া গাড়ি থেকে যুবককে বাঁচালেন মাঝি ফয়জাল কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে তনয়–আব্দুল্লাহ

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, নিরাপত্তায় এসএসএফ নিয়োগ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তার নিরাপত্তার দায়িত্ব নিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলমান।

রাষ্ট্রের উচ্চপদস্থ, নীতি নির্ধারণী ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের সরকার ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে বিশেষ মর্যাদা দিয়ে থাকে। সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা তাদের সমমর্যাদার ব্যক্তিরা এই তালিকায় থাকেন। তবে প্রয়োজনে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য কাউকেও ভিভিআইপি হিসেবে ঘোষণা করা যেতে পারে।

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২ ধারায় উল্লেখ আছে—‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বলতে সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে ঘোষিত রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান বা অনুরূপ মর্যাদার অন্য কোনো ব্যক্তিকে বোঝানো হয়। এই মর্যাদার ভিত্তিতেই তাদের নিরাপত্তায় এসএসএফ নিয়োগ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT