ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে চিত্রাঙ্কন ও দোয়া মাহফিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে চিত্রাঙ্কন ও দোয়া মাহফিল

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০ বার দেখা হয়েছে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে চিত্রাঙ্কন ও ক্যালিগ্রাফি (গ্রাফিতি) প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে ইবি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যালিগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৭৭ জন স্কুল শিক্ষার্থী ও ৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অংশ নেন।

পরে যোহরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “আজকের এই দিনে আবু সাঈদ শহীদ হয়েছিলেন। তার রক্তের বিনিময়ে আমরা একটি পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি। আমরা তার ও সকল শহীদের জন্য দোয়া করছি।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “জুলাই বিপ্লব স্মরণীয় করে রাখতে আমরা এই আয়োজন করেছি। শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে একটি গণআন্দোলনের সূত্রপাত হয়েছিল যা স্বৈরশাসকের পতন ঘটায়।”

তিনি আরও বলেন, “যতদিন সরকার জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি না দেবে, ততদিন এই শহীদদের আন্দোলন ১৯৭১ সালের মতো প্রাতিষ্ঠানিক মর্যাদা পাবে না। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে হলে এই স্বীকৃতি অনিবার্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT