শেরপুরে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘রজনীগন্ধা’-তে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সমাবেশের শুরুতেই ১৯ জুলাইয়ের শহিদ ও আহত আন্দোলনকারীদের মায়েদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জেলা প্রশাসকসহ অতিথিরা দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এই মায়েদের আত্মত্যাগের প্রতি। বক্তারা বলেন, দেশের ইতিহাসে জুলাইয়ের মায়েরা কেবল সন্তান হারানো পরিবার নন, বরং তারা এই আন্দোলনের নীরব নায়ক। তাঁদের ত্যাগ আর সাহসিকতা আজও নতুন প্রজন্মকে প্রেরণা জোগায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামুনুর রহমান, শহিদ সৌরভের পিতা সোহরাব হোসেন এবং শহিদ মাহবুবের বড়ভাই মাজহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘জুলাই শহিদদের আত্মত্যাগকে কেন্দ্র করে আজ যারা মঞ্চে উপস্থিত, তারা ইতিহাসের জীবন্ত সাক্ষী।’ তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যত প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মূল্যবোধ জাগিয়ে তুলবে।
অনুষ্ঠানটি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে আয়োজিত হয়।