দীর্ঘ ৩৩ বছর পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার ফন্দি ইসরায়েল-ভারতের! নবীনদের পদচারণায় মুখরিত শেকৃবি কুবি শিক্ষার্থী ও মা হত্যা: সুষ্ঠু তদন্তে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ইবিতে দুই দিনব্যাপী শরৎ সম্ভাষণ উৎসব রাজবাড়ীর বালিয়াকান্দিতে দেড় মাস ধরে গৃহবধূ নিখোঁজ মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান চীনের অনুদানে বাংলাদেশ রেলওয়ের জন্য আসছে ২০টি নতুন লোকোমোটিভ নবীনদের পদচারণায় মুখরিত শেকৃবি ক্যাম্পাস শেখ হাসিনা-এস আলম বৈঠক নিয়ে নির্বাচন বানচালের অভিযোগ বাবরের

দীর্ঘ ৩৩ বছর পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার দেখা হয়েছে

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্বাচন কমিশন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলে একযোগে ভোট অনুষ্ঠিত হবে। এ জন্য ২১টি ভোটকেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং সমসংখ্যক সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা)।

ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা সম্পন্ন হবে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকছে ১,৫০০ পুলিশ, সাত প্লাটুন বিজিবি এবং পাঁচ প্লাটুন আনসার সদস্য।

নিরাপত্তার অংশ হিসেবে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব গেট বন্ধ ছিল , শুধু মীর মশরারফ হোসেন হল গেট ও প্রান্তিক গেট খোলা ছিল। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভাসমান দোকানসহ ক্যাম্পাসের সব ধরনের দোকান বন্ধ রয়েছে।

এ ছাড়া নির্বাচনের দিন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র জরুরি বিভাগের যানবাহন এবং নির্বাচন কমিশনের অনুমোদিত গাড়ি প্রবেশ করতে পারবে। স্টাফ বাসগুলো প্রবেশ করবে প্রান্তিক গেট দিয়ে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শান্তিপূর্ণ নির্বাচন ও নিরাপত্তা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT