জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় ৬ শিক্ষার্থী আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ মার্কিন অস্ত্র কিনতে ইউক্রেনকে ৫০০ মিলিয়ন ডলার দিচ্ছে ইউরোপীয় মিত্ররা গণঅভ্যুত্থানে প্রাণহানির সংখ্যা নিয়ে ধোঁয়াশা: সরকারের গেজেটে ৮৪৪, জাতিসংঘ বলছে ১৪০০ নোয়াখালীর বেগমগঞ্জে ঢাকা-লক্ষ্মীপুরগামী মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজনের মৃত্যু গাজায় প্রতিদিন ২৮ শিশু নিহত, গাজা হয়ে উঠছে শিশুদের কবরস্থান: ইউনিসেফ শেকৃবিতে এখনো ফ্যাসিবাদ শিক্ষক ও শিক্ষার্থীদের সুষ্ঠু বিচার হয়নি: রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা বিইউপির মহিমা রহমানের ‘সুগার সাইকেল’ পেলো সেরা উদ্যোগের স্বীকৃতি রাজবাড়ীতে বিনপির বিজয় মিছিল ও সমাবেশ বালিয়াকান্দিতে বিএনপির আনন্দ র‍্যালি আত্রাইয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল ও পথসভা প্রয়োজনের তুলনায় অপ্রতুল মানবিক সহায়তা পাচ্ছে গাজাবাসী

জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় ৬ শিক্ষার্থী আটক

মো: নিশান খান,( জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজা সেবনরত অবস্থায় ৬ জন শিক্ষার্থীকে হাতেনাতে জব্দ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন। এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও কাজী নজরুল হলের সিনিয়র ওয়ার্ডেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে অভিযান চালানো হয়।

সোমবার দিবাগত রাত (০৪ আগস্ট) রাত ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল হলের ৮২৪ নম্বর কক্ষে তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক । এসময় এক শিক্ষার্থীর ব্যাগ থেকে গাঁজা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত ০৬ শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতী বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী হাসান শোয়েব আনজুম; জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন; ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের নাঈব, একই বিভাগের ৫১ ব্যাচের মো: মেহেদী হাসান ও হৃদয় সরকার এবং ৫২ ব্যাচের মো: জেরিন।

বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের সুত্রে জানা যায়, রাত ১১ টা ১০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা হল প্রশাসন। এসময় ৬ জন শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এরপর একজনের কাছে থাকা ব্যাগ চেক করে গাঁজা ও গাঁজা তৈরি সরঞ্জাম উদ্ধার করেন সহকারী প্রক্টর। পরে তাদেরকে পরিচয়পত্র নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে অংশ নেওয়া সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেবনরত অবস্থায় পাই। পরে তাদের সকলের পরিচয় নিয়ে ও মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকবে বলে জানান।

তিনি আরও বলেন,বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামীতেও মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT