সোমবার দিবাগত রাত (০৪ আগস্ট) রাত ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল হলের ৮২৪ নম্বর কক্ষে তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক । এসময় এক শিক্ষার্থীর ব্যাগ থেকে গাঁজা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের সুত্রে জানা যায়, রাত ১১ টা ১০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা হল প্রশাসন। এসময় ৬ জন শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এরপর একজনের কাছে থাকা ব্যাগ চেক করে গাঁজা ও গাঁজা তৈরি সরঞ্জাম উদ্ধার করেন সহকারী প্রক্টর। পরে তাদেরকে পরিচয়পত্র নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে অংশ নেওয়া সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেবনরত অবস্থায় পাই। পরে তাদের সকলের পরিচয় নিয়ে ও মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকবে বলে জানান।
তিনি আরও বলেন,বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামীতেও মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।