রবিবার (১০ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক জরুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণরুম, গেস্টরুম, র্যাগিং, বুলিং (অনলাইন/সাইবার) সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ সংস্কার করার জন্য ১২ সদস্য বিশিষ্ট একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শৃঙ্খলা বিধির পরিবর্তন এবং শাস্তির সুপারিশসমূহ অর্ন্তভুক্ত করবে।
কমিটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী এবং প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন।
কমিটির সদস্যরা হলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মৃধা মো. শিবলী নোমানকে সদস্য ও ডেপুটি রেজিস্ট্রার মো. মাহতাব-উজ-জাহিদকে সদস্য-সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটি দ্রুততম সময়ের মধ্যে নতুন শাস্তিমূলক ব্যবস্থা প্রণয়ন করবে এবং বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও একাডেমিক ভবনে অভিযোগ বক্স স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে।
এই সিদ্ধান্তের আওতায়, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগ না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।