জাবির ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে ১১৯ জন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আজ দুপুর থেকে বন্ধ ঘোষণা কুবিতে বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে দুই দফায় বাকবিতণ্ডা আনন্দবাজারের দাবি: ঢাকায় আলফা (স্বাধীন) প্রধান পরেশ বরুয়া বিজয়ের রঙে সেজেছে শেকৃবি শেকৃবিতে মহান বিজয় দিবস উদযাপিত শিক্ষার্থী থেকে শিক্ষক হওয়া, বুটেক্স শিক্ষকদের সাফল্যের গল্প কারাবন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল সুবিধা, কমবে স্বজনদের ভোগান্তি নারী চিকিৎসকের হিজাব টেনে নামানো নিয়ে তীব্র বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজয় দিবসে বীর শহীদদের প্রতি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের শ্রদ্ধা

জাবির ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে ১১৯ জন

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। সাতটি ইউনিটের ১ হাজার ৮৪৪ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯ টি। এবার প্রতি আসনের জন্য লড়বেন ১১৯ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এই তথ্য নিশ্চিত করেন।
ইউনিটভিত্তিক আবেদনে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪২৬ আসন রয়েছে। এ ইউনিটে আবেদন পড়েছে ৬০ হাজার ৩৫১টি। আসন প্রতি লড়বেন ১৪১ জন।
‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬ রয়েছে আসন। এখানে আবেদন পড়েছে ২০ হাজার ৫৮৩টি । আসন প্রতি লড়বেন ৬৩ জন।
‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ) ৪৬৬ আসনের মধ্যে আবেদন পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি। আসন প্রতি লড়বেন ১০১ জন।
‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) আসন ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ হাজার ৭২৫টি। এই ইউনিটে আসনপ্রতি লড়বেন ৫৮ জন।
‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০ আসনের জন্য আবেদন পড়েছে ৭০ হাজার ২২০ টি। আসন প্রতি লড়বেন  ২২৬ জন।
‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের জন্য আবেদন পড়েছে ১১ হাজার ৬১২টি। আসনপ্রতি লড়বেন ৫৮ জন।
‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৫০ আসনের জন্য আবেদন পড়েছে ৫
হাজার ৪১১ টি। তাই আসন প্রতি লড়বেন ৯৮ জন শিক্ষার্থী।
পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তিতে জানানো হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT