জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এবং চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফি (এফআইও), মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) চীনের চিংডাও শহরে এফআইও’র প্রশাসনিক ভবনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো।
অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। এফআইও’র পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালক প্রফেসর ড. লি লি এবং জাককানইবি’র পক্ষ থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। চুক্তিতে প্রতিস্বাক্ষর করেন জাককানইবি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও এফআইও’র মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি।
যৌথ গবেষণার সম্ভাবনা তুলে ধরেন জাককানইবি’র পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী এবং এফআইও’র মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান। এ সময় দুই প্রতিষ্ঠানের পরিচিতি উপস্থাপন করেন প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও প্রফেসর ড. লি লি।
অনুষ্ঠানে এফআইও’র প্রফেসর ড. ইয়ানগুয়াং লিউ, প্রফেসর ড. শেফা শি, প্রফেসর ড. শিলিই জাংসহ বিভিন্ন গবেষক উপস্থিত ছিলেন। পরবর্তীতে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কপি বিনিময় এবং অতিথিদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে জাককানইবি’র প্রতিনিধিদের এফআইও’র মহাপরিচালক প্রফেসর টিগাং লি প্রতিষ্ঠানটির চায়না ওশান স্যাম্পল রিপোজিটরি ও গবেষণাগার পরিদর্শন করান এবং চলমান গবেষণার ফলাফল উপস্থাপন করেন।
উল্লেখ্য, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও চীনের শিক্ষার্থী ও গবেষকরা যৌথ গবেষণা, গবেষণা অনুদান, ফেলোশিপ এবং ভিজিটিং স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন।