নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে গণমিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা মূল গেইটের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।
তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন শোষণ ও অবিচারের বিরুদ্ধে জনগণের সংগ্রামের প্রতীক।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সর্বদা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে সংগ্রাম করে আসছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব। এবং জনগণের শান্তি প্রতিষ্ঠায় আমরানকাজ করে যাবো।
আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার নায়েব আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন
জামায়াতের আমীর মো. শাহিন আহমেদ এবং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মতিউর রহমান প্রমুখ।
র্যালি ও সমাবেশে জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেন।