নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ: জামায়াত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ: জামায়াত

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার দেখা হয়েছে

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী দেশের যেকোনো হস্তক্ষেপকে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব কেবল জাতীয় ঐক্যের মাধ্যমে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে এই অবস্থান তুলে ধরা হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চীনা পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দল জামায়াতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ডা. শফিকুর রহমান সুস্থ হওয়ার পর এটিই ছিল বিদেশি প্রতিনিধিদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এতে তারা পারস্পরিক সম্পর্ক, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, বিনিয়োগ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে জামায়াত আমির অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় দমন-পীড়ন, দুর্নীতি ও জুলুমের শিকার হয়েছে দেশ। তিনি জানান, জামায়াত সবসময় নির্বাচনী রাজনীতিতে অংশ নিয়ে এসেছে এবং আগামী নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, জনগণের রায় নিয়ে ক্ষমতায় গেলে জামায়াত শাসক নয়, বরং সেবকের ভূমিকায় দেশ পরিচালনা করবে।

চীনা প্রতিনিধি দলের প্রধান ঝো পিংজিয়ান বলেন, বাংলাদেশ চীনের জন্য গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ প্রতিবেশী। জনগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় চীন।

সাক্ষাৎ অনুষ্ঠানে জামায়াতের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT