রাজবাড়ীর কালুখালী উপজেলার গুণী সংগীতশিল্পী মোহাম্মদ জাহিদ হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১২ অক্টোবর) দুপুরে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ব্রেইন স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
জাহিদ হাসান ছিলেন কালুখালী উপজেলার অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী। তিনি রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম হাবিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। তাঁর হাত ধরেই কালুখালীর অসংখ্য তরুণ শিল্পী সংগীত ও সংস্কৃতির পথে অনুপ্রাণিত হয়েছেন।
তাঁর মৃত্যুতে কালুখালীর সংস্কৃতি অঙ্গন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।