
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার ক্লাসসমূহ স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের জুলাই বর্ষপূর্তি উপলক্ষে এবং “জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ ও লালন” ও “৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন–২০২৫” উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সরকার নির্ধারিত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই আয়োজন করা হয়েছে।
তবে পূর্বনির্ধারিত সকল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
