সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, পরশু ভোটগ্রহণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম–সাইদুল সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী

সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ইবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০ বার দেখা হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার ও যাতায়াতের সুবিধার্থে রেলপথ চালুর দাবিতে ‌উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইবি শাখা ছাত্রদল।
সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় সংগঠনের  নেতৃবৃন্দ উপাচার্য (রুটিন উপাচার্য) অধ্যাপক ড. এম এয়াকুব আলীর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ-সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, পরিবহন নির্ভর ইসলামী বিশ্ববিদ্যালয়ের যানবাহন নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে চলাচল করে থাকে। মহাসড়কের বেহাল দশায় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এমতাবস্থায় দ্রুত এই সড়ক সংস্কারের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত রেল যোগাযোগ চালুর উদ্যোগ গ্রহণেরও দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণকালে ড. এম এয়াকুব আলী বলেন, উপাচার্য এখন বিদেশে আছেন। তিনি ফেরত আসার সাথে সাথে সৌজন্য সাক্ষাতের আগেই আমি এই বিষয়টা জানাবো। আমরা এটাতে গুরুত্ব দেব এবং তিনি উপস্থিত হলেই আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করবো যেন এই দাবিগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT