২৮ জুলাই ২০২৫
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামন বিমানঘাঁটি পরিদর্শনের সময় এই মন্তব্য করেন গালান্ত।
তিনি বলেন, ‘‘আমি ইরানের স্বৈরশাসক খামেনিকে সরাসরি বার্তা দিতে চাই— যদি ইসরায়েলের বিরুদ্ধে হুমকি অব্যাহত রাখেন, তাহলে আমাদের হাত আরও একবার তেহরান পর্যন্ত পৌঁছাবে।’’
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘‘এবারের প্রতিক্রিয়া হবে আগের চেয়েও কঠোর। হামলা হবে আরও বেশি শক্তিশালী, এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও আমাদের লক্ষ্য হবেন।’’
ইসরায়েলের এমন প্রকাশ্য হুমকির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায়। প্রায় ১২ দিন ধরে চলা সংঘাতে ইরানের কয়েক শ’ সামরিক কর্মকর্তা, কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এছাড়া ওই সময় যুক্তরাষ্ট্র ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।