মেধা এবং যোগ্যতাই হবে শিক্ষক নিয়োগের মাপকাঠি- ইবি উপাচার্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

মেধা এবং যোগ্যতাই হবে শিক্ষক নিয়োগের মাপকাঠি- ইবি উপাচার্য

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার দেখা হয়েছে

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, নিয়োগ বোর্ড সম্পূর্ণ স্বাধীন ও প্রস্তুত; কোনো ব্যক্তিগত প্রভাব কাজ করবে না।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, শিক্ষক নিয়োগে একমাত্র মেধা ও যোগ্যতাকেই মাপকাঠি হিসেবে ধরা হবে। এর বাইরে অন্য কোনো বিবেচনা গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপাচার্যের বাসভবনে চলমান নিয়োগ বোর্ড বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা (ভাইভা) এবং একাডেমিক ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ মেধাবীদেরই আমরা বাছাই করব।’

বোর্ডের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, বোর্ড মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। এখানে অভিজ্ঞ সদস্য, সিন্ডিকেট প্রতিনিধি ও উপাচার্য আছেন। ফলে চেয়ারম্যান বা অন্য কারও ব্যক্তিগত মানসিকতা কোনো প্রভাব ফেলতে পারবে না। আমরা সে বিষয়ে সজাগ রয়েছি।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের পর ছয়টি পদে অর্থ ছাড়ের সিদ্ধান্ত হয়। এর পর গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে ছয়টি বিভাগে একটি করে প্রভাষক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্ট বিভাগগুলো হলো— ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ফোকলোর স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT