ইরানে চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের জরুরি সহায়তা দিতে হটলাইন চালু করেছে তেহরানে বাংলাদেশ দূতাবাস।
রোববার (১৬ জুন) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বরে হটলাইন চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে নিচের নম্বরগুলোতে:
📞 +৯৮৯৯০৮৫৭৭৩৬৮
📞 +৯৮৯১২২০৬৫৭৪৫
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতির কারণে প্রবাসীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাস প্রবাসী নাগরিকদের শান্ত ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।