প্রেমিকার টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে, লালমনিরহাটে ভারতীয় যুবক আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, পরশু ভোটগ্রহণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম–সাইদুল সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী

প্রেমিকার টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে, লালমনিরহাটে ভারতীয় যুবক আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫৮ বার দেখা হয়েছে

৩০ জুন ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রেমিকার আকর্ষণে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন এক ভারতীয় যুবক। আটককৃত যুবকের নাম আরিয়ান মির্জা (২২)। রবিবার (২৯ জুন) রাতে তাকে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকা থেকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।

জানা গেছে, আরিয়ান মির্জার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের বহরমপুর শহরে। তিনি সেখানকার বাসিন্দা রাজেস মির্জার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে ডাউয়াবাড়ী ইউনিয়নের এক যুবতীর সঙ্গে পরিচয় হয় আরিয়ানের। পরিচয় থেকে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমিকার আশ্বাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রবিবার সকালে ওই তরুণীর বাড়িতে পৌঁছান তিনি। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে সেখান থেকেই আটক করে থানায় নিয়ে যায়।

আরিয়ান মির্জা পুলিশের কাছে দেওয়া বক্তব্যে বলেন, “আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। তার ডাকে আমি এসেছি। তবে এখন আমি নিজ দেশে ফিরে যেতে চাই।”

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, “ভারতের নাগরিক আরিয়ান মির্জা বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাকে আটক করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT