শেরপুর জেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের আলহেরা মাদরাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের শেরপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ। সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহসান উল্লাহর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মুফতী ইলিয়াছ এবং হাফেজ হাসানুজ্জামান।
এসময় ফাউন্ডেশনের জেলা ও উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৬ নভেম্বর (বুধবার) শেরপুরে জেলা পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।