সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নলতা কালীমাতা মন্দির কমিটি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে ‘যুদ্ধ নয়, শান্তি চাই’, ‘নিরস্ত্র ফিলিস্তিনিদের রক্তপাত বন্ধ কর’, ‘শিশু-নারী-সাধারণ মানুষের হত্যা বন্ধ কর’, ‘বিশ্ববাসী এক হও, ইসরাইলকে রুখে দাও’—এই শ্লোগানগুলো উচ্চারিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কালীমাতা মন্দির কমিটির সভাপতি হরিদাস মন্ডল এবং সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি দিপক কুমার পাল। বক্তব্য রাখেন সহ-সভাপতি পুরঞ্জন কুমার স্বর্ণকার, সাধারণ সম্পাদক উদয় কুমার পাল, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের প্রভাষক মানস চক্রবর্তী ও অনন্ত কুমার মন্ডল, শিক্ষক প্রশান্ত রায়, কৃষ্ণপদ সরদার, ব্রজেন স্বর্ণকার মিঠু এবং সাধন দাস।
এছাড়াও সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ইসলামী আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও আব্দুস সালামসহ বিভিন্ন স্তরের জনসাধারণ।