রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে 'হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম ২০২৫' অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্লোবাল সামুদ ফ্লোটিলা গাজায় রওনা, ৫০টির বেশি জাহাজে মানবিক সহায়তা জাপানের শিনকোইয়া মসজিদে প্রতি রবিবার এশার পর সাপ্তাহিক ইসলামিক আলোচনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহিংসতা, ৫০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি মনোনয়ন বিতরণের শেষদিনে রাকসু কার্যালয়ে ভাঙচুর করল রাবি ছাত্রদল পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা তাসকিন–লিটনের ঝড়ে ডাচদের সহজে হারাল বাংলাদেশ, সিরিজে ১–০ নেতৃত্ব সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ কেরালায় ক্যানারা ব্যাংকে গরুর মাংস নিষিদ্ধ, কর্মীদের ‘বিফ-ফেস্ট’ প্রতিবাদ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে ‘হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত

মো. রাফাসান আলম
  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে

হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে ‘হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুর ১২টায় স্কুলের ১১৪ নং কক্ষে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

আজকের আয়োজনের মূল লক্ষ্য ছিল খাদ্য সচেতনতা, মানসিক স্বাস্থ্য ও সুস্থ থাকতে ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা। প্রোগ্রামের শেষে শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দুই জন বিজয়ীকে বই উপহার দেওয়া হয়।

আক্তারুজ্জামান রাফির সঞ্চালনায় প্রোগ্রামটিতে আলোচক ছিলেন আহসান হাবিব, মোহাঃ ফুয়াদ হাসান এবং জাকারিয়া ইসলাম রনি।

প্রোগ্রাম চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের পরিচালক বলেন,
“আমাদের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। বর্তমানে শিক্ষার্থীরা খাদ্য সম্পর্কে যথেষ্ট সচেতন নয়। তাছাড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে, যার কারণে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করতে এ ধরনের প্রোগ্রাম আরও বেশি আয়োজন করা উচিত।”

সমাপনী বক্তব্যে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের সভাপতি মো: আরিফুল ইসলাম বলেন,
“মানসিক ও শারীরিক সুস্থতা একটি অমূল্য নিয়ামত। আমরা সঠিক খাদ্যগ্রহণ ও নিয়মিত জীবনযাপনের মাধ্যমে সুস্থ থাকতে পারব। তাই স্কুলের শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে আজকের এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমাদের শহর ও গ্রাম জুড়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সচেতন করার জন্য এ ধরনের প্রোগ্রাম নিয়মিত আয়োজন করা হবে।”

উল্লেখ্য, আজকের আয়োজনে বিশ্ববিদ্যালয় স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT