হাদি হত্যার বিচার দাবিতে কুবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা খালেদা জিয়ার মৃত্যু কি ‘স্লো পয়জনিং’? বিস্ফোরক অভিযোগ জানালেন ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অধিকার নিয়ে হাইকমিশন–ইমিগ্রেশনের উচ্চপর্যায়ের বৈঠক যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় ১০ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন গ্রন্থের মোড়ক উম্মোচন, ব‍্যারিস্টার নাজির আহমদ সমাজের গুণী ব্যক্তি, দেশের সম্পদ: বিচারপতি মোহাম্মদ ইমান আলী কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হাদি হত্যার বিচার দাবিতে কুবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল স্কটল্যান্ড অনারারি কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের বিশাল সংবর্ধনা ইট–কংক্রিটের ভিড়ে বার্ডের ফুলবাগান: নীরব সৌন্দর্যে প্রাণের আশ্রয়

হাদি হত্যার বিচার দাবিতে কুবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

শারাফাত হোসাইন, ‎কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
হাদি হত্যার বিচার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উত্তাল ইনকিলাব মঞ্চ
হাদি হত্যার বিচার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উত্তাল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ’, ‘হাদি ভাই কবরে—খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘দিনদুপুরে মানুষ মরে—ইন্টারিম কী করে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্যসচিব ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. হাসান অন্তর। তিনি বলেন, “হাদি ভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ কেঁদেছিল। বাংলাদেশের প্রতিটি মানুষ হাদি ভাইয়ের হত্যার বিচার চায়। সব রাজনৈতিক দল ও সুশীল সমাজ যদি এই হত্যার বিচার চায়, তাহলে এখনো বিচার হচ্ছে না কেন?”

তিনি আরও বলেন, “হাদির মতো একজন বিপ্লবী ও সৎ মানুষ যদি বিচার না পান, তাহলে দেশে সুষ্ঠু বিচার আর কেউ পাবে বলে আমি মনে করি না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে স্পষ্ট করে বলতে চাই—আপনারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু হাদি ভাইয়ের বিচার নিয়ে এখনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

উল্লেখ্য, শরীফ ওসমান বিন হাদি গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর ২০২৫ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT