গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, পরশু ভোটগ্রহণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম–সাইদুল সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী

গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ

এম এন জাকারিয়া খাঁন মুরাদ, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে
পরিবেশ সংরক্ষণ ও গাছের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে গ্রীন ভয়েস সদস্যদের মাঝে বিভিন্ন কার্যকর সামগ্রী বিতরণ করা হয়েছে। গাছের গায়ে পেরেক তোলা, ক্ষতিকর পদার্থ অপসারণ এবং গাছ ও পরিবেশকে সুস্থ রাখার লক্ষ্যে সদস্যদের হাতে দা, কোদাল, প্লাস, শাবলসহ মোট পাঁচ ধরনের সামগ্রী তুলে দেওয়া হয়।
পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন সচেতনতামুলক কার্যক্রম ও কার্যকরী পদক্ষেপ গ্রহন করে আসছে।
গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস এর কার্যক্রমকে আরো গতিশীল করতে অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন সামগ্রী গুলো তুলে দেন। সামগ্রীগুলো গ্রহণ করেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, অর্থ সম্পাদক আবু রায়হান জাকারিয়া সহ অন্যান্য সবুজ সদস্যরা।
অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন,গ্রীন ভয়েসের এই সাগ্রীর মাধ্যমে সদস্যরা এখন থেকে সার্বক্ষণিকভাবে মাঠপর্যায়ে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।
সংগঠনের পক্ষ থেকে সভাপতি তহ্নি বণিক অধ্যক্ষ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসব সামগ্রী ব্যবহারের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো এবং গাছের প্রতি দায়িত্বশীল আচরণের বার্তা সমাজে ছড়িয়ে দিবো।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT