কুড়িগ্রামের সাত উপজেলায় হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ

কুড়িগ্রামের সাত উপজেলায় হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে

দেশে ও বিদেশে ক্রমবর্ধমান দক্ষ জনশক্তির চাহিদা মেটাতে এবং কারিগরি শিক্ষার প্রসার ও মানোন্নয়নের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে সরকার দেশের ৩২৯টি উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (TSC) স্থাপনের একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। ১৯৬০ সালে কারিগরি শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠার পর এটিই প্রথম এত বড় পরিসরে সরকারি অর্থায়নে এমন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২০ হাজার ৫০০ কোটি টাকা।

কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান জানিয়েছেন, প্রতিটি উপজেলায় উন্নত অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে। এতে তরুণ সমাজের দক্ষতা বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বিদেশে প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর পথ প্রশস্ত হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, বর্তমানে দক্ষতার অভাবে দেশের প্রায় দেড় কোটি মানুষ বিদেশে স্বল্প মজুরিতে কাজ করছেন, ফলে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে না। এই প্রেক্ষাপটে সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও বাস্তবসম্মত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী, চর রাজিবপুর, চিলমারী, ফুলবাড়ী, রাজারহাট, রৌমারী ও উলিপুর উপজেলায় মোট সাতটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হচ্ছে। এতে স্থানীয় শিক্ষার্থীরা আধুনিক কারিগরি শিক্ষার সুযোগ পাবে, যা জেলার অর্থনৈতিক অগ্রগতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সরকারি এ উদ্যোগ ঘিরে কুড়িগ্রামে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অভিভাবক, শিক্ষার্থী ও তরুণ সমাজ ভবিষ্যতের সম্ভাবনার দিকে আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শুরুর অপেক্ষায়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT