নোটিশ:

ভারতের কারণে বেতন পান সমালোচকরা—গাভাস্কারের পাল্টা জবাব

সাবাস বাংলাদেশ ,স্পোর্টস ডেস্ক.
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে
গাভাস্কার পাল্টা জবাব,সুনীল গাভাস্কার, চ্যাম্পিয়নস ট্রফি, ভারতের সুবিধা, নাসের হুসেইন, মাইক আথারটন, রাসি ফন ডার ডুসেন, ভারতের অবদান, বিশ্ব ক্রিকেট, রাজস্ব আয়ের, ভারতের ম্যাচ, দুবাই, সেমিফাইনাল, টেলিভিশন সম্প্রচার, মিডিয়া স্বত্ব, ক্রিকেট সমালোচনা, আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে হওয়ায় দলটি বাড়তি সুবিধা পাচ্ছে—এমন সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি মনে করেন, এসব সমালোচনায় কান দেওয়ার প্রয়োজন নেই ভারতের। বরং উল্টো সমালোচকদেরই মনে রাখা উচিত, বিশ্ব ক্রিকেটে ভারতের বিশাল অবদানের কারণেই তাঁদের রুজি-রোজগার হয়।

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও নিরাপত্তাজনিত কারণে ভারত সে দেশে খেলতে রাজি হয়নি। ফলে সমঝোতার ভিত্তিতে ভারতের সব ম্যাচ আয়োজন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এমন সিদ্ধান্তে অন্য দলগুলোকে বারবার ভেন্যু পরিবর্তন করতে হলেও ভারত একই মাঠে খেলায় অভ্যস্ত হয়ে বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও মাইক আথারটন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাসি ফন ডার ডুসেনও জানিয়েছেন, এক ভেন্যুতে খেলার সুবিধা ভারতের জন্য স্পষ্ট।

এমন সমালোচনায় ক্ষুব্ধ গাভাস্কার ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কটাক্ষ করে বলেন, ‘‘তাঁরা এত জ্ঞানী ও অভিজ্ঞ, কিন্তু নিজেদের দল নিয়ে ভাবছেন না। তাঁদের দল সেমিফাইনালে উঠতে পারেনি, সেটি নিয়ে কথা বলার পরিবর্তে তাঁরা ভারতের বিষয়ে আলোচনা করে যাচ্ছেন।’’

গাভাস্কারের মতে, বিশ্ব ক্রিকেটে ভারতের ভূমিকা বিশাল, বিশেষ করে রাজস্ব আয়ের ক্ষেত্রে। সেটির দিকেই ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে ভারত মান, প্রতিভা ও অর্থ আয়ের দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ, তা অনেকেরই জানা নেই। টেলিভিশন সম্প্রচার স্বত্ব ও মিডিয়া স্বত্ব থেকে যে রাজস্ব আসে, তার বড় অংশই ভারতের অবদান। সমালোচকদের বোঝা উচিত, তাঁদের বেতনও এই অর্থের ওপর নির্ভরশীল।’’

চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের গ্রুপপর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT