ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছে জার্মানি। বৃহস্পতিবার এক বিবৃতিতে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস জানান, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বার্লিন ইসরায়েলে কোনো অস্ত্র রপ্তানি অনুমোদন করবে না, বিশেষত যে অস্ত্র গাজায় ব্যবহৃত হতে পারে। তিনি বলেন, হামাস সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে, তবে বন্দিদের মুক্তি এবং যুদ্ধবিরতির জন্য যথাযথ আলোচনা এখন সর্বোচ্চ অগ্রাধিকার।
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনায় সম্মতি দেওয়ার পর দেশটির অভ্যন্তরে ও বাইরে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিরোধী নেতা ইয়াইর লাপিদ সতর্ক করে বলেন, এই পদক্ষেপ আরও বড় বিপর্যয় ডেকে আনবে। হামাসের হাতে থাকা জিম্মিদের পরিবারও সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছে।
একই সঙ্গে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার গাজায় হামলার তীব্রতা কমানো এবং সম্প্রসারণ অভিযান বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। যুক্তরাষ্ট্রও ইসরায়েলকে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথে এগোতে চাপ দিচ্ছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মানবিক কারণে গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে চীন গাজাকে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।