মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার) ৩৩ বিলিয়ন ডলারে নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান xAI-এর কাছে বিক্রি করেছেন।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় মাস্ক ঘোষণা দেন যে, তিনি ‘এক্স’ প্ল্যাটফর্মটি xAI-এর কাছে হস্তান্তর করেছেন।
উল্লেখ্য, ২০২২ সালে মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছিলেন। বর্তমানে এক্স-এর গ্রাহকসংখ্যা ৬০০ মিলিয়ন (৬০ কোটি)। অন্যদিকে, xAI-এর বাজারমূল্য ৮০ বিলিয়ন ডলার, আর এক্স-এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার।
Good job, guys 😂 https://t.co/9fx1i6Qjrc
— Elon Musk (@elonmusk) March 29, 2025
এক্সের ওপর থাকা ১২ বিলিয়ন ডলারের ঋণ এখন xAI বহন করবে। মাস্ক তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, এই চুক্তির ফলে এক্স-এর মূল্যমান ৩৩ বিলিয়ন ডলার নির্ধারিত হয়েছে।
এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক বলেছেন, xAI এবং এক্স পারস্পরিকভাবে সংযুক্ত। এই চুক্তির মাধ্যমে ডেটা, মডেল, কম্পিউটিং ক্ষমতা এবং প্রতিভা একত্রিত হচ্ছে, যা এক্সএআই-এর উন্নত এআই প্রযুক্তিকে এক্স-এর বিশাল ব্যবহারকারীর সঙ্গে যুক্ত করবে এবং অসীম সম্ভাবনার দ্বার খুলবে।
তিনি তাৎক্ষণিকভাবে এক্স-এর জন্য কোনো পরিবর্তনের ঘোষণা না দিলেও উল্লেখ করেছেন যে, xAI-এর Grok চ্যাটবট ইতিমধ্যে প্ল্যাটফর্মটির সঙ্গে একীভূত হয়েছে। তার মতে, এই সম্মিলিত উদ্যোগ এক্স-কে আরও স্মার্ট ও অর্থবহ অভিজ্ঞতা প্রদান করতে সহায়তা করবে। একীভূত কোম্পানির মোট মূল্য দাঁড়াবে ৮০ বিলিয়ন ডলার।
২০২২ সালে টুইটার অধিগ্রহণের পর মাস্ক বেশ কিছু পরিবর্তন আনেন, যার ফলে অনেক বড় বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্ম ছেড়ে যায়। অধিগ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি কোম্পানির ৮০ শতাংশ কর্মী ছাঁটাই করেন এবং নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন।
- দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
- দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd