চট্টগ্রামের বাঁশখালীতে হাতি হত্যা: বনবিভাগের নীরবতায় ক্ষুব্ধ পরিবেশবাদী ও নেটিজেনরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ

চট্টগ্রামের বাঁশখালীতে হাতি হত্যা: বনবিভাগের নীরবতায় ক্ষুব্ধ পরিবেশবাদী ও নেটিজেনরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী রেঞ্জের পাইরাং বিটের মনুমার ঝিরি এলাকায় একটি পুরুষ হাতি নৃশংসভাবে হ’ত্যার শিকার হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা হাতিটির দাঁত ও নখ কেটে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে গতকাল, তবে স্থানীয় সূত্রে জানা গেছে যে এটি আজ পর্যন্ত আড়াল রাখার চেষ্টা করা হয়েছিল।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে সাংবাদিক ও গবেষক (ITEK) হোসাইন সোহেল লিখেছেন, “আমার কোন ভাষা নেই!” তিনি জানান, “সারাদেশে গত ২৮ দিনে ৬টি হাতি হ’ত্যার ঘটনা ঘটেছে। এছাড়া, গত ছয় মাসে আরও ডজনখানেক হাতি হ’ত্যা হয়েছে। বনবিভাগের কোন জবাবদিহিতা নেই! এবং হাতি সংরক্ষণে ব্যর্থতার লজ্জাও নেই!”

পরিবেশ ও প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনও বনবিভাগের এহেন নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছে, এভাবে একের পর এক হাতি হ’ত্যা চলতে থাকলে বিলুপ্তপ্রায় এই প্রাণীকে বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকাটিতে দীর্ঘদিন ধরেই বন্য প্রাণী পাচার ও শিকারের মতো অপরাধ ঘটে চলেছে, অথচ প্রশাসনের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।

পরিবেশবিদদের মতে, হাতি শুধু একটি প্রাণী নয়, এটি একটি পরিবেশগত ভারসাম্যের প্রতীক। এর মৃত্যু মানে শুধুই একটি প্রাণীর মৃত্যু নয়, বরং একেকটি প্রাণ হারানো মানে প্রকৃতির উপর আরেকটি গভীর ক্ষত।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা বা তদন্তের খবর পাওয়া যায়নি। বনবিভাগের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে প্রায় ২০০-২৫০ এর মতো বন্য হাতি অবশিষ্ট রয়েছে, যা প্রতিনিয়তই কমে যাচ্ছে। সুরক্ষা, সচেতনতা ও আইনি ব্যবস্থার জোরালো প্রয়োগ ছাড়া এই মহাবিপন্ন প্রাণীগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সংশ্লিষ্টদের কাছে জবাবদিহিতা ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশবাদীরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT