একনেক বৈঠকে ১৫টি উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা, সভাপতিত্বে প্রধান উপদেষ্টা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

একনেক বৈঠকে ১৫টি উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা, সভাপতিত্বে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

২৪ জুন ২০২৫

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-র সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। ২০২৪-২৫ অর্থবছরের এটি ছিল একনেকের ১২তম বৈঠক। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রস্তাবিত ১৫টি নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সভায় অন্যান্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আলোচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ, বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্তদের জন্য নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, চারটি নতুন মেরিন একাডেমিতে শিপ সিমুলেটর ও প্রশিক্ষণ সুবিধা চালু, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবার সম্প্রসারণ, এবং কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন কার্যক্রম।

এছাড়া আলোচনায় আসে—তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন, ১৩টি নতুন সার সংরক্ষণাগার (বাফার গোডাউন) নির্মাণ, দেশের বিভিন্ন স্থানে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন, টিটিইটি রিচার্জ প্রোগ্রামের মাধ্যমে কারিগরি শিক্ষা উন্নয়ন, ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প, উন্নয়ন বাজেট ব্যবস্থাপনায় ডিজিটাল ডাটাবেজ চালু, আইপিআইএমএস শক্তিশালীকরণ, এবং ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে সরকারি নিরীক্ষা ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি।

সরকারের প্রত্যাশা, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, প্রযুক্তি ও প্রশাসনিক দক্ষতা খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT