নোটিশ:
শিরোনামঃ
সীমান্তে উত্তেজনা: আখাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহত ভারতের গৃহীত সিদ্ধান্তের জবাবে কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের বেরোবিতে অনুষ্ঠিত হলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আধুনিক কৃষি: টেকসই কৃষি পদ্ধতিতে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ সালাতুল ইস্তিসকার আয়োজন করলে চাপ আসত ভারত থেকে যেকোনো মুহূর্তে ভারতের হামলার আশঙ্কা, প্রস্তুত পাকিস্তান দাবানলে জ্বলছে ইসরায়েল, বন্ধ জেরুজালেমের পথ মৃত্যুর মুখে শৈশবের শিক্ষা: ‘কালেমা’ পাঠে বাঁচলেন অধ্যাপক ও পরিবার নির্বাচনের প্রস্তুতিতে ইসি, কারো দিকে তাকিয়ে নয়: সিইসি ঐক্যের পথে শীর্ষ ইসলামী দলগুলো

ভ্যাট ফাঁকিরোধে মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় বসানো হবে ইএফডি

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৫ বার দেখা হয়েছে
ইএফডি (EFD),ভ্যাট ফাঁকি, মহাসড়কের হোটেল, রেস্তোরাঁ, সেলস ডাটা কন্ট্রোলার, এনবিআর, ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস, ভ্যাট রশিদ, রাজস্ব আয়, IVAS সিস্টেম, ট্যাক্স ফাঁকি, ইলেকট্রনিক চালান, মূসক বাস্তবায়ন, জেনেক্স আইটি, ভ্যাট সংগ্রহ, কমিশনার, লটারি, সরকারি কোষাগার, ভোক্তা, খরচ, সঠিক ভ্যাট, ট্যাক্স ইস্যু

দেশের মহাসড়কে অবস্থিত সব ভ্যাটযোগ্য হোটেল ও রেস্তোরাঁয় বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ সংক্রান্ত নির্দেশনা দেন, যার পরিপ্রেক্ষিতে মূসক বাস্তবায়ন অনুবিভাগ মাঠপর্যায়ের সব কমিশনারকে মহাসড়কের হোটেল ও রেস্তোরাঁগুলোতে ইএফডি বা এসডিসি মেশিন স্থাপনের নির্দেশনা পাঠিয়েছে। এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিকভাবে ভ্যাট সংগ্রহ নিশ্চিত করতে এনবিআর প্রতি মাসে ইএফডি মেশিনের জেনারেট করা ভ্যাট রশিদের মাধ্যমে লটারি আয়োজন করবে এবং বিজয়ী ভ্যাটদাতাদের শতাধিক পুরস্কার প্রদান করবে। এ জন্য ভোক্তাদের মহাসড়কের রেস্তোরাঁগুলোতে কেনাকাটার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এনবিআরের মতে, ভ্যাট চালান না নিলে পরিশোধিত ভ্যাট সরকারি কোষাগারে জমা হওয়ার নিশ্চয়তা থাকে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহাসড়কের হোটেল ও রেস্তোরাঁগুলো দিনরাত ব্যবসা চালালেও বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু করা হয় না, ফলে সরকারি কোষাগারে নির্ধারিত ভ্যাট জমা পড়ছে না। এ অবস্থায় রাজস্ব ফাঁকি রোধে এনবিআর চেয়ারম্যান এসব প্রতিষ্ঠানে ইএফডি বা এসডিসি মেশিন স্থাপনের বাধ্যবাধকতার নির্দেশ দিয়েছেন।

সরকারের রাজস্ব আয় বাড়াতে নতুন করদাতা চিহ্নিতকরণ, ভ্যাট হার পুনর্নির্ধারণ ও ভ্যাট ফাঁকি রোধে এনবিআর মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে যৌথভাবে প্রযুক্তি প্রতিষ্ঠান জেনেক্স আইটি গত কয়েক বছর ধরে ইএফডি মেশিন স্থাপন ও পরিচালনার মাধ্যমে IVAS (আইভাস) সিস্টেমে লেনদেনের তথ্য সংযোজনের কাজ করছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT