ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে । তবে ভোটের আগের রাতে স্বতন্ত্র প্যানেল সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঘনিষ্ঠ কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, এসব চ্যানেল থেকে শামীমসহ কয়েকজন নির্দিষ্ট প্রার্থীকে জেতাতে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশিত নির্দেশনায় বলা হয়, ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে নির্দিষ্ট প্রার্থীদের সহযোগিতা করতে হবে এবং এই তালিকা বাইরে ফাঁস করা যাবে না। তালিকায় ভিপি পদে শামীম হোসেন (ব্যালট নং ৪২) ছাড়াও জিএস পদে আরাফাত, এজিএস পদে জাবির আহমেদ জুবেলসহ আরও কয়েকজনের নাম রয়েছে।
জানা গেছে, এসব নির্দেশনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এদিকে, ফেসবুকে শামীম হোসেনের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও পুনরায় সামনে আসছে।
তবে এ অভিযোগ নিয়ে শামীম বা তার নির্বাচনী টিমের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।