ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট। আজ, সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫), বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানিতে এ আদেশ দেন ।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আদালতের আদেশ অনুযায়ী, নির্বাচন আগামী ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে ।
এই স্থগিতাদেশের ফলে নির্বাচনের প্রস্তুতি ও প্রচার-প্রচারণা সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্বাচনের নতুন তারিখ ও অন্যান্য আপডেট সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।