ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বরাবর চিঠি পাঠিয়েছে। এতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১’ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-সহ কিছু চিহ্নিত অনলাইন পেজ অনতিবিলম্বে বন্ধ করে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর রাখার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ডাকসু নির্বাচনে প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কায় গ্রিন ফিউচার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বিভিন্ন সেবা কার্যক্রম ও শাটল সার্ভিস আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষ থেকে ক্যাম্পাসে টানানো সব ধরনের প্রচারণামূলক বিলবোর্ড, পোস্টার ও ব্যানার অপসারণের পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো প্রার্থী বা পক্ষ স্বেচ্ছায় সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না। উপঢৌকন বিলি-বণ্টন, অর্থ সহযোগিতা বা আপ্যায়নমূলক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে।
প্রচারণা সংক্রান্ত বিষয়ে জানানো হয়েছে, প্রার্থীরা আগামী ২৫ আগস্ট পর্যন্ত কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না। নির্ধারিত সময় অনুযায়ী ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত হল কিংবা ক্যাম্পাসে প্রচার কার্যক্রম চালানো যাবে। তবে এ সময়ও সামাজিক, আর্থিক, সেবামূলক সহযোগিতা, ধর্মীয় অনুষ্ঠান আয়োজন বা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা চালানো যাবে না। এগুলো নির্বাচনী আচরণবিধির ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক ফররুখ মাহমুদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।