ঢাবি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী

ঢাবি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠান

ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬২ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এর শিক্ষার্থীদের বরণ এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) কাজী মোতাহার হোসেন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. অনিমেষ পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩য় বর্ষের শিক্ষার্থী আবরার তামিম ও মারজানা তাসনিম।

অনুষ্ঠান শুরু হয় নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ কার্যক্রমের মাধ্যমে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ নবীনদের উদ্দেশে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় একাধিকভাবে একাডেমিক ও সামাজিক প্রতিষ্ঠান। এখানে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, প্রজ্ঞা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে আত্মবিশ্বাসী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করবে।”

উপাচার্য আরও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, “বিশ্ববিদ্যালয় জীবনে নিজে জ্ঞান চর্চা করতে হবে এবং অন্যকেও জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে হবে। নিয়ম-নীতি মেনে চলা শিক্ষার্থীদের দায়িত্ব।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT