সাত কলেজের অধিভুক্তি বাতিল: ওয়াহিদউদ্দিন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল  দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত কিউএস র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান পেল শেকৃবি

সাত কলেজের অধিভুক্তি বাতিল: ওয়াহিদউদ্দিন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে
Wahiduddin Mahmud,ঢাকা বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, ভর্তি, শিক্ষা উপদেষ্টা, অধ্যাপক ওয়াহিদউদ্দিন, ভর্তি কার্যক্রম, শিক্ষাবিষয়ক উপদেষ্টা, সাত কলেজের শিক্ষার্থীরা, ভর্তি প্রক্রিয়া, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার মান, স্টেকহোল্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, নর্থ সাউথ ইউনিভার্সিটি, শিক্ষাজীবন, শিক্ষা সম্পর্কিত পরামর্শ, ভর্তি বন্ধ, কলেজের অধিভুক্তি, শিক্ষা মন্ত্রণালয়, ছাত্র আন্দোলন,সাত কলেজের অধিভুক্তি বাতিল
শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ সাত কলেজে ভর্তির কার্যক্রম অবিলম্বে বন্ধের সিদ্ধান্ত ঘোষণার আগে তার সঙ্গে কোনো পরামর্শ করেনি বলে মন্তব্য করেছেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি আরও বলেন, তারা প্রস্তুত ছিলেন না যে ঢাবি চলতি শিক্ষাবর্ষ থেকেই এসব কলেজে ভর্তি বন্ধ করবে।

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দেয়। ফলে এসব কলেজে আর ঢাবির অধীনে শিক্ষার্থী ভর্তি হবে না।

এই সিদ্ধান্তের ফলে সাতটি কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্যাচেলর পর্যায়ে ভর্তির মৌসুম শুরু হয়ে যাওয়ায়, প্রশ্ন উঠেছে কোন প্রতিষ্ঠান এসব কলেজের ভর্তির দায়িত্ব নেবে।

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, সাত কলেজের ভর্তি ও পরীক্ষা সম্পর্কিত সব বিষয় সমাধানের পরামর্শ তিনি দিয়েছিলেন। “কিন্তু আমি প্রস্তুত ছিলাম না যে এই বছর থেকেই ভর্তির কার্যক্রম বন্ধ হয়ে যাবে।”

তিনি জানান, সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি কর্তৃপক্ষের বৈঠকের বিষয়েও তিনি অবগত ছিলেন না। “হঠাৎ করেই একটি বিবৃতি দেখলাম, যেখানে বলা হয়েছে যে এই বছর থেকেই সাতটি কলেজে ভর্তির কার্যক্রম বন্ধ হবে, আগামী বছর নয়।”

অধ্যাপক ওয়াহিদউদ্দিন স্বীকার করেন যে বর্তমান পরিস্থিতি সমাধানে সব স্টেকহোল্ডারের সঙ্গে বৃহত্তর আলোচনা প্রয়োজন। “আমরা আবারও সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করব। আমরা শিক্ষার্থীদের উপেক্ষা করতে পারি না। তাদের শিক্ষাজীবন চলমান থাকতে হবে এবং শিক্ষার মান উন্নত করতে হবে।”

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT