আজ ০২ মার্চ ফেসবুকে আল্লাহকে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহার বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা করতে গেলে আইনের মারপ্যাঁচ দেখিয়ে মামলা নেয়নি আদালত। এর আগে মতিঝিল থানায় অভিযোগ গ্রহণ করলেও এখনও মামলা নথিভুক্ত করেনি বলে জানা গেছে। আজ সকালে মামলার বাদী দুইজন আইনজীবীসহ সাইবার ট্রাইব্যুনালে যথা সময়ে মামলা জমা দিতে গেলে প্রথমে নথি কর্মকর্তা বলেন, বৈষম্য বিরোধীরা মামলার বাদী হলে মামলা নথির বিষয়ে পিপির অনুমোদন লাগবে। আইনজীবীরা পিপির কাছে গেলে পিপি জানান যে জজের কাছে যেতে হবে।
আইনজীবীরা জজের কাছে গেলে ফাইল হাতে নিয়ে জজ জানালেন, বাদী যেহেতু চট্রগ্রামের; কাজেই চট্টগ্রামেই মামলা করতে হবে। আইনজীবিরা জজের কথায় আপত্তি জানিয়ে বলেন যে বিষয়টি জাতীয় ইস্যু।
কথা কাটাকাটির এক পর্যায়ে জজ জানালেন গড়িমসি করার আসল কারণ, বৈষম্য বিরোধীদের মামলা নেওয়ার ক্ষেত্রে নাকি আইন উপদেষ্টা আসিফ নজরুলের নিষেধ আছে।
জজের এই কথায় আইনজীবী প্রশ্ন উত্থাপন করলে জজ তাকে থামিয়ে দিয়ে অবজ্ঞার ভঙ্গিতে ফাইটা ছুড়ে দিয়ে বলেন, হবে না, হবে না! চট্রগ্রামে যেতে বলেন!