দেশজুড়ে সাইবার সতর্কতা! আসছে 'ম্যাস কেজুয়ালটি' স্টাইল হামলা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
অ্যাড মেকার বাংলাদেশ ২০২৫: চ্যাম্পিয়ন বিইউপির টিম জিনক্সড ঢাবিতে প্রথম ডিজিটাল সাইকেল গ্যারেজ চালু দেশজুড়ে সাইবার সতর্কতা! আসছে ‘ম্যাস কেজুয়ালটি’ স্টাইল হামলা গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় নিরপেক্ষ নির্বাচনের দাবি জামায়াতের যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের পাল্টা শুল্ক ২০ শতাংশে নামল রাজবাড়ীতে ৩১ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ঢাবির জহুরুল হক হলে জুতা রাখার র‍্যাক বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের পাঠচক্র “প্রয়াস” অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদের ঢালাই ভেঙে আহত ১২ শ্রমিক, সাটারিংয়ে বাঁশ ব্যবহারের অভিযোগ অদম্য ২৪ উদ্বোধনে ‘ইতিহাস বিকৃতি’র অভিযোগে ছাত্রদল নেতার প্রতিবাদ

দেশজুড়ে সাইবার সতর্কতা! আসছে ‘ম্যাস কেজুয়ালটি’ স্টাইল হামলা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১২ বার দেখা হয়েছে

বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি অবকাঠামোর ওপর ২ আগস্ট থেকে ৫ আগস্টের মধ্যে বড় ধরনের সাইবার হামলার হুমকি রয়েছে বলে জানিয়েছে একাধিক নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সূত্র।

জানা গেছে, এ হামলার লক্ষ্য হতে পারে দেশের ব্যাংক, সরকারি সংস্থা, বিদ্যুৎ ও জ্বালানি খাত, টেলিযোগাযোগসহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ইতোমধ্যে সব মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান এবং সংবেদনশীল সংস্থাগুলোকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই হামলার উদ্দেশ্য হলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। হামলাকারীরা তাদের লক্ষ্য ব্যাখ্যা করেছে— বিপুল প্রাণহানি (Mass casualty), বড় ধরনের অর্থনৈতিক অস্থিরতা (Major economic disruption) এবং আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টিগ্রাহ্য ঘটনা (Spectacularity) ঘটানো।

বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, এই হুমকির পেছনে রয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট পতিত ফ্যাসিবাদী হাসিনা সরকার, যাদের আমলে দেশের সাইবার প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছিল।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। হামলার আশঙ্কায় ২৪ ঘণ্টার নজরদারি, সতর্কতা বার্তা এবং কারিগরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রস্তুতি ও জনসচেতনতা এখন সময়ের দাবি।

আইসিটি বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, “আমরা সংশ্লিষ্ট সকল সংস্থাকে আগাম সতর্কতা দিয়েছি। সম্মিলিত সচেতনতা থাকলে এমন আক্রমণ প্রতিহত করা সম্ভব।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT