কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, প্রস্তুতি এবং কার্যকর পরিকল্পনা সম্পর্কে সচেতন ও অনুপ্রাণিত করতে ‘বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করেছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারটি ইএলডিসি’র সদস্য মো. রিফাত আলি ও মৌমিতা চৌধুরীর সঞ্চালনায় পরিচালিত হয়।
সেমিনারে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে নানা প্রশ্ন ও প্রতিবন্ধকতা তুলে ধরেন। ফারিস ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সেলিং এর সিওও মো. আল-আমিন সরকার প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের তথ্য ও অনুপ্রেরণা প্রদান করেন। এছাড়া ইএলডিসি’র উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সায়েদুল আল আমিন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ময়নাল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইএলডিসি ইভেন্টের প্রধান সমন্বয়কারী রিয়াদ হোসেন বলেন, “এই সেশনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন প্রদান করা। আশা করি, তারা এখান থেকে তথ্যের পাশাপাশি আত্মবিশ্বাসও অর্জন করেছেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সাফল্যের গল্প লিখবেন।”
ইএলডিসি’র সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা নিজেদের সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানের দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করুক। এই আয়োজনের মাধ্যমে তারা নতুনভাবে ভবিষ্যৎ পরিকল্পনা ভাবতে এবং অনুপ্রেরণা পেতে সক্ষম হয়েছেন। ইনশাল্লাহ, আমরা শিগগিরই আরও নতুন উদ্যোগ নিয়ে আসব।”
সেমিনারের শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে তিনজনকে আইইএলটিএস বইয়ের সেট প্রদান করা হয়।