কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি ডাবল ডেকার বাস। রোববার সকালে কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে এ বাসগুলো ছেড়ে আসে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুল সূত্রে জানা যায়, সকাল ৮টায় কুমিল্লা শহরের ঈদগাহ থেকে পুলিশ লাইন ও আলেখারচর হয়ে শিক্ষার্থীদের নিয়ে ডাবল ডেকার বাস ক্যাম্পাসে পৌঁছায়। তবে বাস চলার পথে উঁচু ডাল ও বৈদ্যুতিক তারের কারণে কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
শিক্ষার্থী মো. মাহবুব বলেন, “প্রথমবারের মতো ডাবল ডেকার বাস চালু হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা কমেছে। তবে ক্যাম্পাসে আসার পথে গাছের ডাল ও বৈদ্যুতিক লাইনের কারণে কিছু সমস্যা হচ্ছিল। এগুলো সরিয়ে দেওয়া হলে বাস নির্বিঘ্নে চলবে।” আরেক শিক্ষার্থী মো. আরমান আরিফ বলেন, “বাসের সংখ্যা কম হওয়ায় শিক্ষার্থীদের দাঁড়িয়ে যাতায়াত করতে হতো। আজ ডাবল ডেকার চালু হলো, কিন্তু দীর্ঘমেয়াদে প্রশাসনের উচিত আমাদের নিজস্ব বাস বাড়ানো।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “বাস চলাচলের পথে ডালপালা ও বৈদ্যুতিক লাইনের কারণে প্রতিবন্ধকতা হয়েছিল। ডাল কেটে ফেলা হয়েছে, বৈদ্যুতিক লাইনের বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।”
তিনি আরও জানান, প্রথমদিন ঈদগাহ থেকে দুটি বাস যাত্রা শুরু করায় কান্দিরপাড়ের শিক্ষার্থীরা ওঠার সুযোগ পাননি। আগামীকাল থেকে একটি বাস ঈদগাহ এবং আরেকটি কান্দিরপাড় থেকে ছাড়বে।