চবি ও বাকৃবিতে সন্ত্রাসী হামলায় প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ  - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
চবি ও বাকৃবিতে সন্ত্রাসী হামলায় প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ  ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক, গুজবের জবাব মিলল আলোচনায় অন্যরকম পাঠশালার প্রাক্তন গণিত শিক্ষক আশিকুজ্জামান রাসেল এখন যুক্তরাষ্ট্রের প্রফেসর চ্যাটজিপিটি পরামর্শে বিরল রোগে আক্রান্ত মার্কিন নাগরিক, সতর্ক করল মেডিকেল জার্নাল আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০, আহত আড়াই হাজারের বেশি ইন্দোনেশিয়ায় শিক্ষার্থী ও নাগরিক সংগঠনের বিক্ষোভ স্থগিত, নিরাপত্তা ব্যবস্থা জোরদার জাককানইবি কেসস্প্রিন্ট ২০২৫ এর গ্র্যান্ড ফিনালে:বিজয়ী দল ‘ব্যাকসিট ড্রাইভার্স’ আমরণ অনশনের মুখে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাংলায় কথা বলার অপরাধে কলকাতায় এক হিন্দু যুবককে তিরস্কার

চবি ও বাকৃবিতে সন্ত্রাসী হামলায় প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ 

মিজানুর রহমান, (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং রাবি ছাত্রদলের ওপর গুপ্ত সংগঠনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)শাখা ছাত্রদল।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনেে সামনের সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ উদ্দিন ও নুর উদ্দিন প্রমুখ।
বিক্ষোভ মিছিলে ‘নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গিকার; ছাত্রদল সজাগ থাকবে, ষড়যন্ত্র রুখে দিবে; শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না; সন্ত্রাসীদের ঠিকানা একসাথে চলে না; আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে; লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, ‘গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুপ্তরা হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যদি ইন্টেরিম গভর্মেন্ট সন্ত্রাসীদের বিচার না করে ছাত্রদল কঠোর আন্দোলন ঘোষণা করবে।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবিতে রাকসু নির্বাচনে তারা যেন ভোটার হতে পারে সেই দাবি আদায়ে ছাত্রদলের কর্মসূচিতে হামলা করেছে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা৷ তারা সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরেছে। সাধারণ শিক্ষার্থীদের নামে ব্যানার ব্যবহার বন্ধ করতে হবে। সাধারণ শিক্ষার্থীরা মব ও বিশৃঙ্খলা করে না।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, সাজিদ হত্যার খুনিরা যেন ক্যাম্পাসে ঘুরে বেড়াতে না পারে- যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদে ক্যাম্পাসের চলাফেরা করতে পারে। কারো পোশাক, চলাফেরা তার ব্যক্তিগত বিষয়; এতে কারো হস্তক্ষেপ করা চলবে না। আবাসিক হলগুলো যেন দখল করা না হয়, তা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT