কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ট্রাভেল পাস কি এবং কেন তারেক রহমান-এর এটি প্রয়োজন হলো মেডেল অব সাকসেস অ্যাওয়ার্ড পেলেন রাজশাহীর হাফিজুর রহমান  ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে লন্ডনে ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের খুলনায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা তারেক রহমানের প্রত্যাবর্তন সামনে রেখে ঢাকা–লন্ডন রুটে বিমানের সব টিকিট বিক্রি শহীদ হলেন ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি ডিএসইর নতুন এমডি নুজহাত আনোয়ার, তিন বছরের নিয়োগ অনুমোদন বিএসইসির নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রে সিসিটিভি বাড়ানোর সিদ্ধান্ত ইসির বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উপলক্ষে হাউস অব লর্ডসে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই-কে বিশেষ সম্মাননায় ভূষিত

কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজনটি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‎পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব মো. তাজুল ইসলাম, বিশেষ ‎অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ‎অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ  , কুমিল্লা মেডিকেল কলেজের সার্জন ড. আরিফ মুর্শেদ,  কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ইন্দ্র ভৌমিক ভূষণ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা কামাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক সোহাগ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব তাজুল ইসলাম বলেন, ‘এই অনুষ্ঠানটা কিন্তু শুধু নবীনদের ফুল দিয়ে বরণ করার জন্য না বরং তোমাদের অনুপ্রাণিত করার জন্য যাতে পরবর্তীতে তোমরাও এরকম কার্যক্রম করতে পার। সংগঠন করতে হবে নিজের ব্যক্তিত্বকে তুলে ধরার জন্য, নিজের জ্ঞানকে বাড়ানোর জন্য এবং সামাজিকতা বজায় রাখার জন্য। এছাড়াও অনুষ্ঠানের আয়োজকেদর ধন্যবাদ জানান এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি তোমাদের সকলের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি।’
ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আদনান সাইফ বলেন “ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যান পরিষদ, এটি আসলে একটি আবেগের জায়গার নাম। যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন তাদের বাড়ি ছেড়ে দূরে এসে আমরা এসোসিয়েশনের সবাই যখন একসাথে বসি আমাদের বাড়ির অভাব কিছুটা হলেও কম ফিল হয়। যদিও আমাদের নতুন কমিটি দেওয়ার পর এখনও তেমনভাবে বসা হয়নি, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা শুরু করেছি। সামনে আমরা নিয়মিতভাবে সংগঠনের সবাইকে এনগেজড করার চেষ্টা করবো।”
ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নৌশিন আল ইসলাম বলেন,  ‘‎আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের  সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের গণ্যমান্য ব্যক্তিদের একটি ব্রিজ তৈরি করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও চেষ্টা করবো। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা পাওয়ার পথ সুগম হবে। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য ও অনেকের থাকার অসুবিধা হলে তাদের রেসিডেন্টের ব্যবস্থা করে থাকি। কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যান সমিতির উন্নয়ন মূলক কাজ করার জন্য ব্রাহ্মণবাড়ীয়া ছাত্র কল্যান পরিষদ একটি অন্যতম ফিল্ড, তাই সংশ্লিষ্টদের কাছে আমার চাওয়া যে আপনারা আমাদের এই সংগঠনের দিকে দৃষ্টি রাখবেন।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT