চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার সেতু এলাকায় ‘চোর’ সন্দেহে গণপিটুনিতে রিহান মাহিন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহিন স্থানীয় কাঞ্চননগর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মো. লোকমানের ছেলে। এ ঘটনায় মাহিনের দুই বন্ধু মানিক ও রাহাত গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, মাহিন ও তার দুই বন্ধু বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শহরে বেড়াতে গিয়েছিল। ভোররাতে বাড়ি ফেরার সময় স্থানীয় ৮-১০ জন লোক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। তিন কিশোর কাছের একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলে সেখান থেকে ধরে এনে সেতুর ওপর রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। আহত মানিক ও রাহাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চুরির অভিযোগ তুলে কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে নমান ও আজাদ নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং মূল হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহত মাহিন
নিহত মাহিন কাঞ্চননগর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির মুদিদোকানি মো. লোকমানের ছেলে।
নিহতের বাবা মো. লোকমান অভিযোগ করেন, তার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। তিনি জানান, মাহিনকে অভিযুক্তরা দাবি করে বলেছিল, সে নাকি টাকা নিয়েছে। কিন্তু তিনি টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দিলেও ছেলেকে ছেড়ে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহতের ফুফি সুখী বেগমও অভিযোগ করেন, মাহিন কোনো চুরির সঙ্গে জড়িত ছিল না, বরং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কাদের বলেন, চুরির সন্দেহে কিশোরদের বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে এবং তদন্ত চলছে। পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।